জাতীয়

গাজিপুরে ফুঁসে উঠে‌ছে পোশাক কারখানার শ্রমিকরা, শোরুমে আগুন

গাজিপুরে অষ্টম দি‌নের ম‌তো মহাসড়ক অব‌রোধ ক‌রে বেতন বৃ‌দ্ধির দাবিতে আন্দোলন কর‌ছে শ্রমিকেরা।ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপু‌রের ভোগড়া বাইপাস থে‌কে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত দখলে রে‌খে‌ছে পোশাক শ্রমিকরা।

গতকাল শ্রমিক নিহ‌তের বিচারের দাবিতে ফুঁসে উঠে‌ছে পোশাক কারখানার শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল থেকে মহাসড়‌কে যেন তান্ডব চালা‌চ্ছে তারা।

সকা‌লে স‌ফিপুর বাজা‌রে তানহা মে‌ডি‌কেলে ব‌্যাপক ভাংচুর চালায়। প‌রে স‌ফিপুর বাজা‌রে পু‌লিশ ব‌ক্সে আগুন জ্বা‌লি‌য়ে দেয়। এছাড়া মৌচাক পু‌লিশ ফাঁড়ি ও চন্দ্রা হাইও‌য়ে পু‌লিশ বক্স ভাঙচুর ক‌রে। বেলা ১১টার ‌দি‌কে চন্দ্রায় ওয়ালটন হাইটেক কারখানার সা‌মনের শো রুমে হামলা করে আগুন দেয়।

এছাড়া শোরু‌মের সাম‌নে থাকা এক‌টি পিকআপ মহাসড়‌কে এনে আগুন ধ‌রি‌য়ে দেয়। খবর পে‌য়ে কা‌লিয়া‌কৈর ফায়ার সা‌র্ভি‌সের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণাৎ শোরুমে থাকা সমস্ত মালামাল পু‌ড়ে ছাই হ‌য়ে যায়। প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে টিয়ার‌সেল ও সাউন্ড
গ্রেনেড নি‌ক্ষেপ ক‌রে শ্রমিক‌দের ছত্র ভঙ্গ ক‌রে দেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d