ঘুমধুম সীমান্তে ট্রানজিট ক্যাম্প নির্মাণ শুরু
পার্বত্য নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে রোহিঙ্গা প্রত্যাবাসনে ট্রানজিট ক্যাম্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পাহাড় পাড়া মাঠে এ ট্রানজিট ক্যাম্পের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মিত্র কন্সট্রাকশন।
গতকাল সোমবার সকাল থেকেই ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনের তত্ত্বাবধানে এ কাজ শুরু করা হয়। নির্মাণ শ্রমিকদের শেড তৈরিসহ প্রথম ধাপের কাজ হচ্ছে। পরের ধাপ হবে ট্রানজিট ক্যাম্প তৈরির।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ পাহাড় পাড়ায় সরকারি জমিতে ট্রানজিট ক্যাম্পটির নির্মাণ কাজ শুরু করা হয়েছে। যেটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। প্রথমে দশজন শ্রমিকের মাধ্যমে টিন দিয়ে ঘেরাওয়ের কাজ শুরু করা হয়। এর পর আধাপাকা কাজ শুরু হবে।
এ বিষয়ে নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন, মূলত এটি সরকারের নির্দেশে করা হচ্ছে। যা যথাসময়ে কাজ শেষ করতে হবে। সোমবারের কাজ গুলো মূল কাজের আগের ধাপ। উল্লেখ্য, তুমব্রু পশ্চিমকূল পাহাড়পাড়ার উক্ত স্থানে ৪ টি ঘর, ১ কনফারেন্স রুম ও ১০ টি ওয়াশরুম তৈরি করা হবে বলে জানা যায়।