চট্টগ্রামরাজনীতি

চট্টগ্রাম: নৌকার প্রার্থীদের কার স্ত্রী কত ‘ধনী’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশির ভাগ প্রার্থীর স্ত্রীরা স্বামীর চেয়ে ধনী! গত কয়েক মেয়াদে থাকা এমপির কারও কারও স্ত্রীর সম্পদ বেড়েছে অস্বাভাবিক হারে। আবার নগদ টাকা কিংবা সম্পদের দিক থেকেও কারও স্ত্রীর সম্পদ স্বামীর চেয়ে বেশি রয়েছে। হাটহাজারী আসনে নৌকার প্রার্থী এম এ সালামের স্ত্রীর সম্পদের পরিমাণ জানা সম্ভব হয়নি। নির্বাচন কমিশনে জমা দেওয়া নৌকা মার্কার প্রার্থীদের হলফনামায় মিলেছে এমন তথ্য।

স্ত্রীর নামে স্থাবর সম্পদ নেই রুহেলের, অস্থাবর সাড়ে তিন কোটিরও বেশি

চট্টগ্রাম- ১ (মিরসরাই) আসন থেকে এবার নৌকার টিকিট পেয়েছেন সাতবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুব উর রহমান রুহেল। হলফনামার তথ্য অনুযায়ী, নিজ নামে স্থাবর সম্পদ থাকলেও স্ত্রীর নামে কোনো স্থাবর সম্পত্তি নেই। তবে অস্থাবর সম্পদ রয়েছে ৩ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ৫৪০ টাকার।

স্বামীর নামে কোনো সম্পদ নেই সনির

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে এবারের নৌকার মাঝি সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। পেশায় ব্যবসায়ী এ প্রার্থীর স্বামীর নামে স্থাবর অস্থাবর কোনো সম্পদ নেই। তবে নিজ নামে অস্থাবর সম্পদ রয়েছে ৫ কোটি ৯৬ লাখ ৬০ হাজার ৮৫৬ টাকা আর তাঁর স্থাবর সম্পদ রয়েছে ৮ কোটি টাকার।

পাঁচ বছরে সম্পদ বেড়েছে মিতার স্ত্রীর

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের টানা তিনবারের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। গত পাঁচ বছরে তাঁর স্ত্রীর সম্পদের পরিমাণ বেড়েছে নয় গুণ। এবার তাঁর স্থাবর সম্পদ সাড়ে ৩ কোটি টাকার বেশি, যা একাদশ সংসদ নির্বাচনের সময় ছিল ২ কোটি ৭৮ লাখ টাকার। তবে স্থাবর-অস্থাবর মিলে স্ত্রীর চেয়ে বেশি সম্পদ রয়েছে মিতার, যা টাকার মূল্যে ৮ কোটি ৯০ লাখ ৭৫ হাজার ২৩৪ টাকা। যদিও পাঁচ বছর আগে তাঁর স্ত্রীর অস্থাবর সম্পদ ছিল ২ কোটি ৩২ লাখ টাকা, এবার সেটি বেড়ে হয়েছে সাড়ে ৪ কোটি টাকার বেশি। এবার স্থাবর অস্থাবর মিলে হলফনামায় তিনি তাঁর স্ত্রীর সম্পদ দেখিয়েছেন ৮ কোটি ৪৪ লাখ ২৯ হাজার ৫৭৭ টাকা।

স্ত্রীর নামে চার কোটি টাকার সম্পদ সীতাকুণ্ডের মামুনের

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আওয়ামী লীগের প্রার্থী উত্তর জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনের স্ত্রীর আয়ের কোনো উৎস না থাকলেও রয়েছে চার কোটি টাকার সম্পদ। যদিও হলফনামায় তিনি নিজ নামে ব্যাংক ঋণ দেখিয়েছেন ২ কোটি ৫৩ লাখ ২৩ হাজার ৯৬০ টাকা এবং অন্যান্য ঋণ ৭ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৩৪৫ টাকা। সব মিলিয়ে তার বছরে আয় ১ কোটি ৮০ লাখ ২৩ হাজার টাকা। বাস, ট্রাক, মোটরগাড়ি ও মোটরসাইকেলের মূল্য নিজ নামে দেখিয়েছেন ২ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার টাকা, স্ত্রীর নামে ৯৯ লাখ ৭৫ হাজার টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে কৃষিজমির মূল্য দেখিয়েছেন ২ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার টাকা, অকৃষি জমি নিজ নামে ৭৯ লাখ ৭৬ হাজার ৩০০ টাকা এবং স্ত্রীর নামে আছে ১ কোটি ১০ লাখ টাকা।

স্ত্রীর নামে সম্পদ নেই রাউজানের ফজলে করিমের

চট্টগ্রামের ১৬টি আসনের সংসদ সদস্যের স্ত্রীদের নামে কম-বেশি সম্পদ থাকলেও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর স্ত্রীর নামে কোনো সম্পদ নেই। হলফনামার তথ্য বলছে, স্ত্রীর নামে সম্পদ না থাকলেও তাঁর নিজ নামে স্থাবর অস্থাবর মিলে সম্পদ রয়েছে ২০ কোটি ৫ লাখ ৯২ হাজার ৯৪৪ টাকার।

মন্ত্রী হাছান মাহমুদের চেয়ে তাঁর স্ত্রীর সম্পদ বেশি

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া-বোয়ালখালী) আসনে নৌকার প্রার্থী বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তাঁর চেয়ে স্ত্রীর সম্পদের পরিমাণ বেশি । পাঁচ বছর আগে স্ত্রীর আয় বেশি থাকলেও বর্তমানে স্বামীর চেয়ে কম আয় করেন তিনি। তবে স্থাবর-অস্থাবর মিলে প্রায় পৌনে তিন কোটি টাকার সম্পদ রয়েছে তাঁর। অন্যদিকে হাছান মাহমুদের স্থাবর-অস্থাবর মিলিয়ে প্রায় এক কোটি টাকার সম্পদ রয়েছে। বিভিন্ন ব্যাংকে তাঁর ঋণ দুই কোটি ২৮ লাখ টাকা।

এমপি নোমানের চেয়ে বেশি স্ত্রীর সম্পদ

চলতি বছরের এপ্রিলে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপ-নির্বাচনে দলীয় মনোয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নগর যুবলীগের সাবেক সভাপতি নোমান আল মাহমুদ। ওই উপ-নির্বাচনে আট মাসের জন্য দায়িত্ব পাওয়া এই এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও পেয়েছেন দলীয় মনোনয়ন। হলফনামার তথ্য বলছে ,অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা বেশি নোমানের স্ত্রীর। স্বামীর চেয়ে ১০ লাখ টাকা বেশি আছে এমপি নোমানের স্ত্রীর। যদিও স্থাবর অস্থাবর মিলে তাঁর স্ত্রীর সম্পদের পরিমাণ ৬০ লাখ ৬৬ হাজার ৪১৪ টাকা আর এমপি নোমানের সম্পদ রয়েছে ৩৫ লাখ টাকার।

নগদ টাকা ও সম্পদ বেড়েছে নওফেলের স্ত্রীর

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পাঁচ বছরের ব্যবধানে তাঁর স্ত্রীর নগদ টাকা বেড়েছে প্রায় ১০ লাখ টাকা। যা ২০১৮ সালে ছিল ১৫ লাখ, এখন তা বেড়ে হয়েছে ২৫ লাখ ৮৬ হাজার ৫০৯ টাকা। যদিও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় স্ত্রীর স্থাবর সম্পদের বিবরণে তিনি কিছুই উল্লেখ করেননি। এবারের হলফনামায় স্থাবর সম্পদ দেখিয়েছেন ৩৫ লাখ টাকার। গতবার তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তি ছিল ৫৯ লাখ টাকা। এবার সেটি বেড়ে হয়েছে প্রায় ৬৭ লাখ টাকা। এছাড়া তাঁর স্ত্রীর নামে রয়েছে ৮ হাজার ডলার। যা অন্য কোনো সংসদ সদস্যের স্ত্রীদের ছিল না।

চার মাসে বাচ্চুর স্ত্রীর নগদ বেড়েছে ৭ গুণ

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-হালিশহর) আসনের সাবেক সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুর পর উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চার মাস আগে সংসদ সদস্য নির্বাচিত হন মহিউদ্দিন বাচ্চু। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও পেয়েছেন দলীয় মনোনয়ন। চার মাস আগে জমা দেওয়া হলফনামায় বাচ্চুর স্ত্রীর নগদ টাকা না থাকলেও এবার সেটি বেড়ে হয়েছে সাত লাখ তিন হাজার ৫০০ টাকা। একইভাবে চার মাস আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে স্ত্রীর নামে ব্যাংকে জমা দেখানো হয় ৬ লাখ ৪৫ হাজার টাকা। যদিও এবারের হলফনামায় স্ত্রীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কোনো টাকা দেখাননি এ প্রার্থী।

লতিফের স্ত্রীর সম্পদ ১০ কোটির বেশি

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের টানা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য এম এ লতিফের স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে ১০ কোটি টাকার বেশি। গতবার হলফনামায় তাঁর স্ত্রীর অস্থাবর সম্পদ ছিল ২ কোটি ৬০ লাখ টাকার বেশি। এবার সেটি কমে হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৫২ হাজার টাকা। গতবার প্রায় ৬ কোটি টাকার স্থাবর সম্পদ দেখানো হলেও এবার দেখানো হয়েছে ৮ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার টাকার। অন্যদিকে স্থাবর অস্থাবর মিলে এমপি লতিফের সম্পদ রয়েছে ৮ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ১১০ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ রয়েছে ২ কোটি ৬৩ লাখ ২৯ হাজার ৪০৪ টাকা আর অস্থাবর সম্পদ ৫ কোটি ৭২ লাখ ৪৭ হাজার ৭০৬ টাকা।

মোতাহেরুলের স্ত্রীর সম্পদ দুই কোটির বেশি

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে পরপর তিনবার নৌকার টিকিট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সামশুল হক চৌধুরী এবার দলীয় মনোনয়ন পাননি। ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পটিয়া উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। হলফনামার তথ্য বলছে, স্থাবর অস্থাবর মিলে তাঁর স্ত্রীর সম্পদ রয়েছে ২ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকা। আর তাঁর নিজ নামে সম্পদ রয়েছে ১ কোটি ২৬ লাখ ৬০ হাজার ৮২৮ টাকার।

সম্পদ বেড়েছে ভূমিমন্ত্রীর স্ত্রীরও

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে টানা চারবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এর আগে ২০১৪ ও ২০১৮ এর নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। পাঁচ বছর আগে ভূমিমন্ত্রীর স্ত্রীর অস্থাবর সম্পত্তি ছিল ৫ কোটি ৭২ লাখ টাকার। এখন তা বেড়ে হয়েছে সাড়ে ৮ কোটি টাকা। ২০১৮ সালে ভূমিমন্ত্রীর স্ত্রীর স্থাবর সম্পত্তি ছিল ২ কোটি ২৩ লাখ টাকার, যা বেড়ে এখন হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। ক্রমান্বয়ে স্থাবর ও অস্থাবর সম্পত্তি বেড়েছে এই মন্ত্রীর স্ত্রীর।

নজরুলের স্ত্রীর সম্পদ বেড়েছে ৩২ গুণ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসন থেকে হ্যাট্রিক এমপি হওয়ার পথে মো. নজরুল ইসলাম চৌধুরী। তিনি ২০১৪ ও ২০১৮ এর নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পাঁচ বছর আগে হলফনামায় স্ত্রীর নামে স্থাবর সম্পদ দেখিয়েছেন ২ লাখ ৪ হাজার ৪৪৫ টাকার। এবার তা বেড়ে হয়েছে ৬৭ লাখ ৩৪ হাজার ৪৪৫ টাকা। অর্থাৎ ৫ বছরের ব্যবধানে নজরুলের স্ত্রীর স্থাবর সম্পদের আর্থিক মূল্য বেড়েছে ৩২ গুণের বেশি।

পাঁচ বছরে নদভীর স্ত্রীর আয় বেড়েছে ৪৪ গুণ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নৌকার প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুউদ্দিন নদভী ২০১৪ সালে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালেও ফের দলীয় মনোনয়ন পেয়ে এমপি হন তিনি। তৃতীয়বারে মতো নৌকার টিকিট পেয়েছেন তিনি। হলফনামায় পাঁচ বছর আগে তিনি তাঁর স্ত্রীর নামে অস্থাবর সম্পদ দেখান ৬৮ লাখ ৫৪ হাজার ২৯৫ টাকার, যা ২০১৮ সালে ছিল প্রায় ১৯ লাখ টাকা। যদিও স্ত্রীর নামে কোনো স্থাবর সম্পদ নেই এই প্রার্থীর।

আয় বেড়েছে মোস্তাফিজের স্ত্রীর, সম্পদ কোটি টাকা

একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান তাঁর হলফনামায় স্ত্রীর আয় কিছুই উল্লেখ করেননি। তবে এবার তাঁর স্ত্রীর আয় দেখানো হয়েছে ৮ লাখ ৭৭ হাজার টাকা। তবে গতবার স্ত্রীর নামে অস্থাবর সম্পদ ১৯ লাখ টাকার বেশি দেখালেও এবার দেখিয়েছেন মাত্র ৮০ হাজার টাকার। এছাড়া এবারের হলফনামায় তাঁর স্ত্রীর স্থাবর সম্পদ দেখিয়েছেন ১ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা, যা গতবার ছিল শুধু একটি ‘৫ তলা দালান’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d