চট্টগ্রাম

চট্টগ্রাম-১৩: লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ভূমিমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

রবিবার সকাল ৯টা ৫০ মিনিটে আনোয়ারার হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্রের ০৩ নং ভোটকেন্দ্রে এসে তিনি ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আমি আমার গ্রামের বাড়িতে এসে ভোট দিলাম।

ভোটের প্রতি মানুষের আগ্রহ বেশি। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে মানুষ। ভোটকেন্দ্রে ভোটার ভরপুর। সেটা আজকের দিনে আমি দেখছি। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে আনোয়ারা-কর্ণফুলীর জীবনমান উন্নয়ন হয়েছে। যার কারণে জনগণ উন্নয়নের প্রতীক নৌকা ও আমার প্রতি আস্থা রেখে ভোট দেবেন বলে আমি বিশ্বাস করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d