চট্টগ্রামে ক্রিকেট ও উশু প্রতিযোগিতা শুরু
চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত প্রথম বারের মত মহিলা ক্রিকেট টুর্নামেন্ট ও উশু প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তানজিয়া রহমান এর সভাপতিত্বে ও সদস্য শাহেদা বেগম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদিকা রেজিয়া বেগম ছবি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম মহিলা ক্রীড়া সংস্থার সহ–সভানেত্রী সাজেদা নাসরিন, সহ সাধারণ সম্পাদিকা মনোয়ারা আফরোজ, সদস্য অজন্তা বড়ুয়া, মেহের নিগার, জয়শ্রী সেন, গুলশান আরা, সালেহা আহমেদ, সিজেকেএস নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, মো: শাহজাহান, ইঞ্জি. জসীম উদ্দীন, রাশেদুর রহমান মিলন, নাসির মিঞা, সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খাঁন, এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রেস, ইলেক্ট্রনিক মিডিয়া,সাংবাদিক, কোচ, খেলোয়াড় ও অভিভাবকবৃন্দ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রামের মহিলাদের খেলাধূলার মান উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থাকে ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। উশু খেলোয়াড়দের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনীর পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।