চট্টগ্রামে চুরি হওয়া কাপড়ের রোলসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামে চুরি হওয়া প্রায় দেড় কোটি টাকা মূল্যের ২৩৩টি কাপড়ের রোল উদ্ধারের পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
চট্টগ্রামের বন্দর এলাকায় ২৩৩টি বিভিন্ন রংয়ের প্রায় দেড় কোটি টাকার চোরাই কাপড়ের রোল জব্দ ও মো. বাহাদুর (২৬) ও মো. আলী জোহার (২৪) নামে ২ জনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ-কমিশনার ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির বন্দর থানার নতুন পোর্ট মার্কেটের এলাকা থেকে ২৩৩টি বিভিন্ন রংয়ের চোরাই কাপড়ের রোল উদ্ধার করেছে। এসময় ২টি কাভার্ড ভ্যানসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, বন্দর দিয়ে আমদানি করা কাপড়ের এসব রোল ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হলে তারা চুরি করে টেরিবাজার ও ঢাকার পার্টির নিকট বিক্রি করে দেয়। এদের সঙ্গে কয়েকটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আলী হোসেন।