চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৩৩

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাহবুব নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত শুক্রবারের (১৩ অক্টোবর) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১১ হাজার ১০৪ জন। আক্রান্তদের মধ্যে চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে ২৭২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অবশিষ্ট ১০ হাজার ৮৩২ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

প্রতিবেদন অনুযায়ী, নতুন শনাক্তদের মধ্যে ২৪ জন সরকারি হাসপাতালে এবং ৯ জন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনাক্ত হয়েছেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৪০ জন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ১২ জন, চট্টগ্রাম কম্বাইন্ড মিলিটারি হসপিটালে (সিএমএইচ) ৩৫ জন, বিভাগীয় পুলিশ হাসপাতালে ২৬ জন, চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১২ জন এবং প্রাইভেট ক্লিনিক ও হসপিটালগুলোতে ৬৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুমন বড়ুয়া জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার কক্সবাজার থেকে আসা মাহবুব নামের এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ওই শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d