চট্টগ্রামরাজনীতি

চট্টগ্রামে নৌকার ননস্টপ জয়, তিন স্বতন্ত্রের মুখে হাসি

আওয়ামী লীগের প্রার্থীদের চ্যালেঞ্জ ছুঁড়ে শুরু থেকেই ‘ভোটখেলায়’ উত্তাপ ছড়িয়েছিলেন ‘আওয়ামী’ স্বতন্ত্ররা। তবে ‘জাতভাইদের’ সঙ্গে পেরে উঠতে পারেননি অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী। শুধু চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে স্বতন্ত্রের ধাক্কায় কুপোকাত হয়েছেন ‘বিতর্কিত’ সংসদ সদস্য ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভী ও মোস্তাফিজুর রহমান। নৌকাবিহীন চট্টগ্রাম-৮ আসনে জাতীয় পার্টির প্রার্থী সোলায়ামান আলম শেঠকে ‘কোণঠাসা’ করে ‘জয়ের বল’ এগিয়ে নিয়েছিলেন ‘জোটবন্ধু’ আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম ও বিজয় কুমার চৌধুরী।

স্বতন্ত্র-বড় ছোট রাজনৈতিক দলের প্রার্থীর চাপমুক্ত চট্টগ্রামের চার মন্ত্রী-এমপি গড়েছেন ভোটের পাহাড়। ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোটে চতুর্থবারের মতো এমপি হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭৮৪ ভোট। শিক্ষাউপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী ১ লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট, রাউজানের জনপ্রিয় এমপি পঞ্চমবারের মতো সংসদে যাচ্ছেন ২ লাখ ২১ হাজার ৫৭২ ভোটে।

মিরসরাইয়ে প্রচার-প্রচারণায় ভোটারদের আস্থা অর্জন করলেও মোশাররফপুত্র মাহবুব উর রহমান রুহেলের কর্মীদের ‘রোষে’ টিকতে পারেননি সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন। সাত সকালেই তাঁর কর্মী-সমর্থক ও এজেন্টদের আটকে রাখার পাশাপাশি নৌকার ‘চিহ্নিত’ ভোটার ছাড়া কাউকে কেন্দ্রের আশেপাশে ঘেঁষতে দেয়া হয়নি— অভিযোগ স্বতন্ত্র প্রার্থী গিয়াসের। ‘পোড় খাওয়া’ নেতা গিয়াসকে আবারও পোড় খাইয়ে এমপি হয়ে গেলেন রুহেল।

ফটিকছড়িতে স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ আবু তৈয়বকে ‘ঘোল’ খাইয়েছেন আওয়ামী লীগের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি। নৌকার ‘ভাগ’ না পাওয়া তরিকতের নজিবুল বশর মাইজভাণ্ডারী শেষ মুহূর্তে এসে নৌকার সঙ্গে ‘হাত মিলিয়ে’ ভোটের মাঠে ছিলেন না। সাবেক এমপিকন্যা খাদিজাতুল আনোয়ার ১ লাখ ৩৭০ হাজার ভোটে চট্টগ্রামে প্রথমবারের মতো নির্বাচিত নারী সংসদ সদস্য হয়েছেন। মাত্র ৩৬ হাজার ৫৮৭ ভোটে তাঁর পেছনে রয়েছেন স্বতন্ত্র তৈয়ব। তরিকতের ভাণ্ডারীর ভাতিজা কিংস পার্টি খ্যাত বাংলাদেশ সুপ্রিম পার্টির সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী পেয়েছেন ৩ হাজার ১০৮ ভোট।

সন্দ্বীপের নৌকার মাঝি মাহফুজুর রহমান মিতা হ্যাট্রিক করেছেন। আওয়ামী স্বতন্ত্র প্রার্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের কাণ্ডারি ডা. জামাল উদ্দিন চৌধুরীকে হারিয়েছেন ২৬ হাজার ৬৮৬ ভোটে। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৭৫৬ ভোট।

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে নৌকার প্রার্থী এস এম আল মামুনের টিকিটিও ছুঁতে পারেননি ‘আওয়ামী’ স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. ইমরান। বিপুল ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগের এই প্রার্থী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭০৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির দিদারুল কবির চৌধুরী লাঙল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৮০ ভোট। সাড়ে ৪ হাজার ভোট নিয়ে তৃতীয় অবস্থানে নৌকা প্রতীকের মামুনের সঙ্গে ‘পাঙ্গা’ নেওয়া স্বতন্ত্র ইমরান।

জোটবন্ধু’ জাতীয় পার্টির কথা রেখেছে আওয়ামী লীগ! ‘আওয়ামী’ স্বতন্ত্রের বাধায় বাদল-মোসলেমের আসনে সোলায়মান আলম শেঠ বসতে না পারলেও চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ঠিকই বসে গেছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ১৪ হাজার ৭২৬ ভোট বেশি পেয়ে ‘আওয়ামী’ স্বতন্ত্র মোহাম্মদ শাহজাহানকে মাড়িয়ে এসেছেন। আনিসের প্রাপ্ত ভোট ৫০ হাজার ৯৭৭ ভোট। চবি ছাত্রলীগের সাবেক নেতা শাহজাহান পেয়েছেন ৩৬ হাজার ২৫১ ভোট।

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে নোমানের নৌকা ‘নোঙর’ করিয়ে আসন ভাগে নিলেও প্রচার-প্রচারণার মাঠের মতো ভোটযুদ্ধের ধারেকাছেও আসতে পারেননি জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ। তাঁকে ‘কোণঠাসা’ করে লড়াই হয়েছে নগর আওয়ামী লীগের সদস্য ও সাবেক কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী এবং সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের মধ্যে। ৭৮ হাজার ভোটে সংসদ সদস্য হিসেবে নোমান আল মাহমুদের স্থলাভিষিক্ত হচ্ছেন নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছালাম। ৮ ঘণ্টার ভোটযুদ্ধে বিজয় কুমার চৌধুরীর প্রাপ্ত ভোট সাড়ে ৪১ হাজার।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-হালিশহর) আসনে আবারো নির্বাচিত হয়েছেন এই আসনের তিন মাসের এমপি মহিউদ্দিন বাচ্চু। সাবেক সিটি মেয়র স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের সঙ্গে তাঁর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও ভোটের ফলাফলে এর ছিটেফোঁটাও নেই। গেলবার নৌকার টিকিট চাওয়া এই প্রার্থীর সঙ্গে মহিউদ্দিন বাচ্চুর ভোটের ব্যবধানে বিস্তর ফারাক। মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ৬৯ হাজার ২৪ ভোট। আর মনজুর আলম পেয়েছেন ৩৯ হাজার ৫৩৫ ভোট।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে চারবারের এমপি ও ব্যবসায়ী নেতা এম এ লতিফকে ‘ধরিধরি’ করেও ধরা হলো না ‘আওয়ামী’ স্বতন্ত্র প্রার্থী কাউন্সিলর জিয়াউল হক সুমনের। মাত্র ৪ হাজার ৯৬৯ ভোটে হেরে গেছেন ওয়ার্ড আওয়ামী লীগের এই নেতা। তাঁর প্রাপ্ত ভোট ৪৬ হাজার ৫২৫ ভোট। ৫১ হাজার ৪৯৪ ভোটে পঞ্চমবারের টানা এমপি হলেন এম এ লতিফ।

দিনভর ‘নাজুক’ অবস্থার অবসান হয়েছে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরীর। কেন্দ্রে কেন্দ্রে তাঁকে পড়তে হয়েছে ‘অপ্রীতিকর’ পরিস্থিতিতে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী ১ লাখ ২০ হাজার ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে ভরাডুবি হয়েছে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর। নির্বাচনে তিনি হেরেছেন ৮৫ হাজার ৭৩ ভোটের ব্যবধানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d