চট্টগ্রাম

চট্টগ্রামে ফুটপাত-সড়ক দখল, ৫ জনকে জরিমানা

চট্টগ্রামে উদ্ধার করা সড়কে অবৈধ দখল ঠেকাতে আবারও অভিযান চালিয়ে পাঁচজনকে ১১ হাজার টাকা জরিমানা করেছে সিটি করপোরেশন।

রোববার দুপুরে নগরীর নিউ মার্কেট থেকে বিআরটিসি মোড় পর্যন্ত এ অভিযান চালানো হয় সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে।

তিনি বলেন, সিটি করপোরেশনের লক্ষ্য হচ্ছে, ফুটপাথ-সড়ক দখল হতে না দেয়া। পুরো শহরের সব ফুটপাত-সড়কই আমাদের এ কার্যক্রমের আওতায় আসবে।

হকারদের বারবার বলা হয়েছে, ফুটপাত-সড়ক দখল না করতে। মাইকিং করেও সরে যেতে বলা হয়েছে। এরপরও যারা সরেনি তাদের অপসারণ করেছি। ফুটপাতে কোনোভাবেই কোনো স্থাপনা তৈরির সুযোগ নেই। অভিযানে রাস্তা, নালা ও ফুটপাত দখল করা পাঁচ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম মহানগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করার ঘোষণা দিয়ে গত ৮ ফেব্রুয়ারি অভিযান শুরু করে সিটি করপোরেশন।

অভিযানের চারদিনের মাথায় ১২ ফেব্রুয়ারি পুনরায় দখল ঠেকাতে অভিযানে গেলে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় হকাররা। এসময় পুলিশ ও করপোরেশনের কর্মীসহ ১৫ জন আহত হন। ভাঙচুর করা হয় প্রতিষ্ঠানটির বেশকিছু যানবাহন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d