চট্টগ্রাম

চট্টগ্রামে বর্ণাঢ্য বর্ণিল বর্ষবরণ

বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে নতুন বছরকে বরণ করছে চট্টগ্রামবাসী। বর্ষবরণ উপলক্ষে নগরের ডিসি হিল, সিআরবি শিরীষতলা, শিল্পকলা একাডেমি ও এনায়েত বাজার মহিলা কলেজ মাঠে পহেলা বৈশাখ উদযাপনের অনুষ্ঠান চলছে।

নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে রোববার (১৪ এপ্রিল) ভোর থেকে এসব জায়গায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একইসঙ্গে ঈদের আমেজ থাকায় বাড়তি মাত্র যোগ করেছে পহেলা বৈশাখ।

এদিকে, সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে নগরের ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠান চলছে। এবারের আয়োজনের প্রতিপাদ্য হচ্ছে ‘পয়লা বৈশাখ বাঙালির উৎসব, সবার যোগে জয়যুক্ত হোক’। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান।

চট্টগ্রাম নববর্ষ উদ্‌যাপন পরিষদের উদ্যোগে সকাল সাতটায় বেহালার সুরে সিআরবির শিরীষতলায় বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এরপর বিভিন্ন সাংস্কৃতিক দল গান ও নাচ পরিবেশন করে।

এর বাইরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে এবং রবীন্দ্রসঙ্গীত উদযাপন পরিষদের উদ্যোগে প্রথমবারের মত নগরের এনায়েত বাজার মহিলা কলেজ মাঠে পহেলা বৈশাখ উদযাপনের আয়োজন চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d