চট্টগ্রামনগরজুড়ে

চট্টগ্রামে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় শিশু অপহরণ, সেই আনোয়ার ধরা

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকার একটি বাসা থেকে অপহৃত শিশুকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে মো. আনোয়ার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মহজমপুর লাদুরচর এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. খাইরুল ইসলাম বলেন, খোরশিদা আক্তার পেশায় গৃহিনী। তিনি তার দুই মেয়ে ও মাকে নিয়ে চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকায় একটি বাসায় থাকেন। তার স্বামী মো. ফারুক একটি মামলায় চট্টগ্রাম কারাগারে বন্দি আছেন। জেল খানায় থাকা অবস্থায় আনোয়ার হোসেনের সঙ্গে তার স্বামীর পরিচয় হয়। গত ২৯ সেপ্টেম্বর আনোয়ার মুক্তি পেয়ে খোরশিদা আক্তারের বাসায় আসে এবং তাকে মাদক ব্যবসা করার প্রস্তাব দেয়। খোরশিদা আক্তার রাজি না হলে তাকে নানা বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতে থাকে। পরে খোরশিদা আক্তার তার দুই মেয়েকে রেখে বাজারে যান। এ সময় আনোয়ার খোরশিদার ছোট মেয়ে আয়েশা ছিদ্দিকাকে (৩) চকলেট কিনে দেবে বলে দোকানে নিয়ে যায়। খোরশিদা বাজার থেকে ফিরে এসে তার ছোট মেয়েকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করেন। পরে তিনি এ ঘটনায় থানায় অপহরণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার সোনারগাঁওয়ের মহজমপুর লাদুরচর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ওই শিশুকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের অভিযোগে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনোয়ারের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d