চট্টগ্রামে হিযবুত তাহরীর ২ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ অক্টোবর) রাতে দেওয়ালে দেওয়ালে সরকার বিরোধী পোস্টার সাঁটানোর সময় প্রথমে মো. তানভীর (২৮) গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে মো. শহীদুল ইসলাম নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রাত সাড়ে ১১টায় রীমা কমিউনিটি সেন্টারের সামনে মো. তানভীর ও বৃহস্পতিবার দুপুর ১২ টায় শহীদুল ইসলামকে ইস্পাহানী স্কুল এন্ড কলেজের ভিতর থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামীছাড়া আদিল (২৮) ও অজ্ঞাত ৭ জন হিযবুত তাহরীর/উলাই’য়াহ সক্রিয় সদস্য। তারা সরকার ও রাষ্ট্রবিরোধী পোষ্টার প্রচারণা করে আসন্ন দূর্গাপূজা ও নির্বাচনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশে অস্থিতিশীল পরিবেশ ও নাশকতা সৃষ্টির জন্য ঘটনাস্থলে ষড়যন্ত্র করছিল।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের ষড়যন্ত্রমূলক বিভিন্ন ধরনের ভ্রান্তিমূলক তথ্য প্রচারের উদ্দেশ্যে অবস্থান করছিল বলে তারা স্বীকার করেছে। পরে গ্রেপ্তার দুই জন সহ আরও জনের অজ্ঞাত ৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের মামল দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।