চট্টগ্রাম

চবির তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি মাহফুজ, সম্পাদক মিহির

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আরবি বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান। এছাড়া একই বিভাগের মেসবাহ উদ্দীন মিহির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

নব মনোনীত সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দীন মিহির বলেন, লেখক ফোরাম লেখক তৈরির পাশাপাশি একজন ভালো সংগঠক হতেও সাহায্য করে। এবার দায়িত্ব প্রাপ্তির মধ্য দিয়ে তরুণদের নিয়ে কাজ করার এবং নিজেকে ভালো সংগঠক হিসেবে প্রমাণ করার সুযোগ এসেছে। আশা করি, সকলের সহযোগিতা ও সমর্থন পেলে, চবিকে সেরা শাখা হিসেবে তার গর্বের জায়গাটি ফিরিয়ে দিতে পারবো।

সভাপতি মাহফুজুর রহমান বলেন, লেখালেখি মাধ্যমে তরুণ প্রজন্মের বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং সমাজ ও রাষ্ট্র প্রতি দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাবো। তরুণদের লেখালেখিতে উদ্বুদ্ধকরণ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং আত্ম-উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি জোর দিবো।

‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d