চাঁনখারপুলে বিএনপি কর্মীদের হামলায় দুই ওসিসহ পুলিশের ৩ কর্মকর্তা আহত
রাজধানীর চাঁনখারপুলে জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলাকালে ইট-পাটকেলের আঘাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত কর্মকর্তারা হলেন―চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুল হালিম (৩৮), ওসি (অপারেশনস) জাকির হোসেন (৪১) ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শুভঙ্কর রায় (৩৯)।
তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে। সেখানেই এখন চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই ইট-পাটকেলের আঘাতে মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
এ ঘটনায় আহত ওসি আব্দুল হালিম সংবাদমাধ্যমকে জানান, বিএনপির পতাকা হাতে একটি মিছিল থেকে ইট-পাটকেল ও লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায় পুলিশের ওপর। তাদের হামলায় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।