চাকতাই এলাকার রাস্তা মেরামতে মেয়রের হস্তক্ষেপ কামনা
নগরীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র চাকতাই এলাকার জীর্ণ ভঙ্গুর রাস্তাগুলো দ্রুত মেরামতে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন চাকতাই ট্রাক শ্রমিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ।
গত ২১ অক্টোবর বিকাল ৩ টায় সংগঠন কার্যালয়ে সমিতির বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেন, দেশের অন্যতম অর্থনৈতিক প্রাণকেন্দ্র চাকতাই এলাকার রাজাখালী রোড, মকবুল আলী রোড ও সোবহান সওদাগর রোড দীর্ঘদিন চলাচলের অনুপযোগী। এতে বাড়ছে যানজট, ভোগান্তী, নষ্ট হচ্ছে মূল্যবান সময় ও গাড়ীর যন্ত্রাংশ। তাই আসন্ন রমজানের পূর্বে রাস্তা সংস্কারের মাধ্যমে চলাচল উপযোগী করতে চসিক মেয়রের কাছে জোর দাবী জানান বক্তারা।
সংগঠনের সভাপতি জেবল হোসেন লেদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক বেলাল হোসেন বেল্লাল। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা নিজাম উদ্দীন কাজল।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ মিয়া, সিনিয়র সদস্য নুরচল হক, আব্দুস সাত্তার, আবুল কালাম আজাদ, মোঃ মোমিন, বাচ্চু ডাক্তার, মোঃ ইসরাফিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।