চাকরির প্রলোভনে প্রতারণা, চক্রের ৪সদস্য গ্রেপ্তার
ঢাকা: বিদেশি এয়ারলাইন্স কোম্পানিতে চাকরি দেওয়ার চটকদার বিজ্ঞাপন দিয়ে শতাধিক বেকার তরুণ-তরুণীর সঙ্গে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর ভাটারা থানার জগন্নাথপুর শহীদ আব্দুল হাফিজ রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তবে প্রাথমিকভাবে আসামিদের নাম ও পরিচয় জানানো হয়নি। র্যাব-১০ এর মিডিয়া অফিসার উপ-পরিচালক আমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চটকদার বিজ্ঞাপন দিয়ে শতাধিক বেকার তরুণ-তরুণীর সঙ্গে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান র্যাবের এই কর্মকর্তা।