চট্টগ্রামচন্দনাইশ

চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুতে গৃহস্থ গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত আবু বক্করের ভাই বাদী হয়ে চন্দনাইশ থানায় মামলাটি করেছেন। ওই মামলায় ফেরদৌস (৩২) নামে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

গ্রেপ্তার ফেরদৌস বৈলতলী বুড়ির দোকান এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে। তার বাড়িতেই নিহত আবু ব্ক্করকে প্রথমে মারধর করা হয়।

এর আগে গতকাল শনিবার ভোর ৫টার দিকে বৈলতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় অহেতুক ঘুরাঘুরি করতে দেখে তাকে স্থানীয়রা আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদে এলোমেলো কথাবার্তা বললে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে তাকে গণপিটুনি দেয়। গণপিটুনিতে আবু বকর মারাত্মাক আহত হয়। এসময় ৯৯৯ এর মাধ্যমে ঘটনাস্থলে এসে আহত বক্করকে দুপুর ১টার দিকে উদ্ধার করে। ৬ নম্বর বৈলতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌকিদার একলাস মিয়া ও স্থানীয় লোকজনের সহযোগিতায় গুরুতর আহতবস্থায় তাকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, নিহতের ভাই বাদী হয়ে থানায় গতকালই মামলা করেছেন। ওই মামলায় এক গৃহস্থকে আমরা গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। মামলার তদন্তকাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d