রাজনীতি

ছাত্রলীগ দেখে ধানক্ষেত দিয়ে পালাল অবরোধকারীরা

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি এলাকায় অবরোধের সমর্থনে জেলা বিএনপির মিছিলে ধাওয়া করে ছাত্রলীগ। এ সময় মিছিলকারীরা ধানক্ষেত দিয়ে পালিয়ে রক্ষা পায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়। তবে ধাওয়ার ঘটনায় কেউ হতাহত হননি।

জানা গেছে, দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সজিবুর রহমান, সরকারি কলেজের সাবেক ভিপি তাজুল ইসলামসহ অন্যান্যরা অংশ নেন। মিছিলটি বের করার কয়েক মিনিটের মধ্যেই জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অবরোধের সমর্থনের মিছিলটিকে ধাওয়া করে। মিছিলকারীরা এ সময় মহাসড়কের পাশের কৃষি জমি ধরে পালিয়ে গিয়ে নিজেদের রক্ষা করেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন এ প্রসঙ্গে বলেন, ‘বিএনপি-জামায়াতের নাশকতামূলক কর্মসূচি জনগণ প্রত্যাখান করেছে।

নাশকতা ঠেকাতে সকাল থেকেই প্রস্তুত ছিল ছাত্রলীগ। পীরবাড়ি এলাকায় তাদের নাশকতা চেষ্টার খবর পেয়ে আমরা সেখানে মোটরসাইকেল নিয়ে ছুটে যাই। আমাদেরকে দেখে তারা পালিয়ে যায়।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করেছে জেনে সেখানে পুলিশ পাঠানো হয়।

তবে এরই মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়।
অবরোধের সমর্থনের মিছিলে ছাত্রলীগের ধাওয়ার বিষয়ে বিএনপির কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d