জম্মু-কাশ্মীরে ৪ ভারতীয় সেনা নিহত
ভারতের জম্মু ও কাশ্মীরের ডোডা এবং মান্ডে অঞ্চলে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে একজন মেজরসহ ৪ ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সোমবার (১৫ জুলাই) ভারতীয় সেনাবাহিনীর সামাজিক মাধ্যম এক্স-এ এক পোষ্টে লিখেছে, জম্মু ও কাশ্মীরের ডোডা এবং মান্ডে অঞ্চলে তথ্যের ভিত্তিতে রাত ৯ টায় আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। সংঘর্ষে আমাদের ৪ সেনা সদস্য নিহত হয়েছে। আরও পাঁচ সেনা সদস্য আহত হয়েছে।
গত সপ্তাহে কাঠুয়ায় পাঁচ সেনা নিহত হওয়ার পর জম্মু অঞ্চলে এটি ছিল দ্বিতীয় বড় সংঘর্ষ। সন্ত্রাসীরা সেনাবাহিনীর ট্রাককে লক্ষ্য করে গ্রেনেডসহ গুলি ছুড়ে মারে। পুঞ্চ এবং রাজৌরি অঞ্চলের সন্ত্রাসবাদ এখন জম্মু জুড়ে ছড়িয়ে পড়েছে যে অঞ্চলটি কয়েক বছর আগে পর্যন্তও সন্ত্রাসমুক্ত ছিল।
গত ৩ বছরে জম্মু অঞ্চলে সন্ত্রাসী হামলায় ৪৮ জন সেনা সদস্য নিহত হয়েছে। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু অঞ্চলে সন্ত্রাস নির্মূল করতে সেনাবাহিনীকে তার সন্ত্রাসবিরোধী বাহিনী মোতায়েন আদেশ দিয়েছেন।