চট্টগ্রামে জামায়াত-শিবিরের ১১ জন গ্রেপ্তার
চট্টগ্রাম নগরে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১১ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার (২২ নভেম্বর) দিবাগত রাতে চকবাজার থানার ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তাররা জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী। তারা হলেন— মো. ওমর (৬৫), সাইফুল ইসলাম (২৩), মো. আম্মার (২৩), মো. আব্দুল মজিদ (১৯), মাহমুদুল হাসান আল বাকি (২১), আল আমিন (১৯), আরাফাত চৌধুরী শিবলু (২২), মিজানুর রহমান (২৫), মো. তানভীর (১৯), আমিনুর রেজা শওকত (২০) ও ইয়াসিন পারভেজ (২৩)।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান বলেন, গত ১২ অক্টোবর নগরের নিউমার্কেট এলাকায় জামায়াত-শিবিরের ৫০০ থেকে ৬০০ নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। ওইসময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মামলা দায়ের করে আদালতে সোপর্দ করে পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে প্রকাশিত ১১ আসামিকে বুধবার বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে।