খেলা

টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড দলের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। ফলে টস হেরে আগে ব্যাটিং করবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে মাঠের লড়াই।

ইনজুরির কারণে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের সার্ভিস পাচ্ছে না নিউজিল্যান্ড। এদিকে ইংল্যান্ডকেও মাঠে নামতে হচ্ছে তাদের সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়াই। ৩২ বছর বয়সী এই অলরাউন্ডারও চোটের কারণে মাঠের বাহিরে রয়েছেন।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ক্রিস ওকস, স্যাম কারান ও মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, উইল ইয়ং, ডেরিল মিচেল, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, রাচীন রবীন্দ্র, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d