চট্টগ্রাম

টানেল উদ্বোধনের দিনে বন্ধ থাকবে চট্টগ্রামের যেসব সড়ক

চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমানবন্দর সড়কসহ কয়েকটি সড়ক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম নগর পুলিশ।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন সড়ক ব্যবহারে বিধিনিষেধ আরোপের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানেল উদ্বোধন উপলক্ষে বিমান বন্দর টানেল ও সি-বিচ এলাকার সড়কে ভিভিআইপিরা চলাচল করবেন। এ কারণে ২৮ অক্টোবর ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।

এছাড়া শুক্রবার সকাল ৬টা থেকে পতেঙ্গা সৈকত এলাকায়ও কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না বলে নির্দেশনায় জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী শনিবার ভোর ৫টা থেকে সিমেন্ট ক্রসিং-কাঠগড় হয়ে কোনো যানবাহন সি-বিচ বা বিমানবন্দরে যেতে পারবে না। বিমানবন্দরগামী জনসাধারণকে এ সময় সিমেন্ট ক্রসিং থেকে বাম দিকে মোড় নিয়ে বোটক্লাব হয়ে যাতায়াত করতে হবে।

এছাড়া, বিমান বন্দর মোড় অতিক্রম করে বাটারফ্লাই পার্ক হয়ে টানেল ও সি-বিচ এলাকায় যাতায়াত করা যাবে না।

একই সময়ে ফৌজদারহাট আউটার লিংক রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

এ সড়ক ব্যবহারকারী এবং বন্দরগামী যানবাহনগুলো সিটি গেইট-একে খান-সাগরিকা রোড ক্রসিং-বড়পুল-নিমতলা হয়ে চলাচল করবে।

২৮ অক্টোবর টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠান হবে পতেঙ্গা প্রান্তে। এরপর আনোয়ারা প্রান্তে কোরিয়ান ইপিজেডের মাঠে একটি জনসভা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d