কক্সবাজারচট্টগ্রাম

টেকনাফে কিশোরীদের আত্মরক্ষামূলক মার্শাল আর্ট প্রশিক্ষণ সম্পন্ন

কক্সবাজারের টেকনাফে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘কিশোরীদের আত্মরক্ষামূলক তায়কোয়ান্ডো মার্শাল আর্ট’ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে ২২ জন স্কুলছাত্রী অংশগ্রহণ করে।

বুধবার (২৪ জানুয়ারি) উপজেলার উপকূলবর্তী বাহারছড়া মারিশবনিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অর্থায়ন ও বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এ প্রশিক্ষণ বাস্তবায়ন করেন।

বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি সাইফুল কাদেরের সভাপতিত্বে ও বিজিএসের এসসিপিএফ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন টেকনাফ উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার নুরুল আফসার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মঞ্জু মারিয়া পালমা, বিজিএসের নির্বাহী পরিচালক পানসিও মারমা, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মশিউর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কক্সবাজারের সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক, বিজিএসের প্রোগ্রাম ম্যানেজার খন্দকার হাবিবুল আরিফ ও আব্দুল হামিদ।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তরা সকলের সামনে তাদের ডিসপ্লে উপস্থাপন করে। এ সময় এনজিওগুলোর পক্ষ থেকে স্থানীয় হতদরিদ্র ২৭৮ জন শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d