দেশজুড়ে

ট্রাকে বালুর নিচে সাজানো ছিল ২৪০ বস্তা চিনি

মৌলভীবাজার: মৌলভীবাজারের শেরপুরে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ২৪০ বস্তা চিনি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। ট্রাকে বালুর নিচে থরে থরে সাজানো ছিল চিনির বস্তাগুলো। এ তথ্য জানান শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।

তিনি বলেন, ঢাকা-সিলেট হাইওয়ে সড়কের শেরপুর এলাকার যাত্রী ছাউনির সামনে থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় চিনি আটক করে হাইওয়ে থানা পুলিশ।

এ সময় ট্রাকে থাকা চালক, হেলপার ও চোরাকারবারীরা পুলিশ আসার আগেই পালিয়ে যেতে সক্ষম হয়। আটক করা এসব চিনির বাজার মূল্য অন্তত ১৬ থেকে ১৭ লাখ টাকার মতো হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা সিলেটের জাফলং সীমান্ত হয়ে এসব চিনি অবৈধভাবে প্রবেশ করেছে।

ওসি আরও বলেন, পুলিশের কাছে আগে থেকেই এই সড়ক দিয়ে ভারতীয় অবৈধ চিনি আসার তথ্য ছিল। সে অনুযায়ী হাইওয়ে পুলিশের একটি দল শেরপুরের সিটি সেন্টারের সামনে অবস্থান নেয়। দুপুরের দিকে চিনি বোঝাই ঢাকা মেট্রো-ট-২০-৮১৫৩ নম্বরের ট্রাকটি সেখানে পৌঁছালে থামার সিগন্যাল দেন দ্বায়িত্বে থাকা পুলিশ সদস্য।

সিগন্যাল অমান্য করে দ্রুত সেখান থেকে ট্রাকটি চলে গেলেও শেষমেশ কিছু দূরের যাত্রী ছাউনির সামনে ফের ট্রাকটিকে থামাতে সক্ষম হয় পুলিশ। তবে চালক, হেলপারসহ অন্যরা দ্রুত ট্রাকের দরজা খুলে দৌঁড়ে পালাতে সক্ষম হন।

শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বলেন, ট্রাকটিকে আটকের পর পুলিশ দেখতে পায় অভিনব কায়দায় পুরো ট্রাকের উপর বালুর প্রলেপ। এমনভাবে প্রলেপ দেওয়া হয়েছে যে, বালুর নিচে সাড়ি সাড়ি চিনির বস্তা রাখা। এরপর বালু তুলে প্রথমে দেখা মিলে ত্রিপলের। ওই ত্রিপল খোলার পর সেখান থেকে একে একে বের করা হয় চিনির বস্তাগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d