চট্টগ্রামস্বাস্থ্য

ডেঙ্গু: চট্টগ্রামে নতুন করে হাসপাতালে ভর্তি ১০৯ জন

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৯ জন। এ নিয়ে চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩১ জন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১০৯ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ৮৬ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন রোগী।

তবে এদিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।

এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩১০ জন। এ ছাড়া এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৬ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসে মারা গেছেন২১ জন। চলতি অক্টোবরে মারা গেছেন ২ জন।

ডেঙ্গু নিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d