দেশজুড়ে

ঢাবির ভর্তি পরীক্ষা ভুয়া প্রশ্নপত্র বিক্রি দায়ে প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক কড়া নজরদারির মধ্যেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টেলিগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির বিজ্ঞাপন দেখা যায়। বিষয়টি জানতে পেরেই শাহবাগ থানায় মামলা দায়ের করে প্রশাসন। সেই মামলার তদন্ত করতে গিয়ে নাফিউল ওরফে নাফিজ ইকবাল নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এডিসি আশরাফউল্লাহর নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় উদ্ধার করা হয় প্রতারণায় ব্যবহৃত আলামতও।

একই সময় শিক্ষা মন্ত্রণালয়ের সাইবার সিকিউরিটি ইনচার্জ পরিচয় দিয়ে শিশু বিশেষজ্ঞ ও সাইবার টিনস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. সাদাত রহমানের (২১) নামে ফেক আইডি ব্যবহার করে প্রশ্নপত্র বিক্রির অভিযোগে মো. আসিফ তালুকদার নামে এক যুবককে গ্রেপ্তার করে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

ডিবি পুলিশ বলছে, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রশ্ন ফাঁস না হলেও ভুয়া প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা ও প্রতারণা করেছেন নাফিজ। একইভাবে প্রতারণামূলকভাবে ফেক আইডি খুলে ভুয়া প্রশ্নপত্র বিক্রির নামে অর্থ আত্মসাৎ করেছেন আসিফ। এসব প্রতারণায় সচেতনতার বিকল্প নেই।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ভুয়া প্রশ্নপত্র ফাঁসের নামে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারের অভিযোগ তুলে সাইবার নিরাপত্তা আইনে গতকাল শাহবাগ থানায় একটি মামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলার নম্বর-৩৭।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মামলার পরিপ্রেক্ষিতে বিষয়টি ‍দ্রুত বিবেচনায় নিয়ে জড়িত প্রতারককে আইনের আওতায় আনতে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন দবিলা সংসারদিঘী গ্রাম থেকে আন নাফিউল নাফিজ ইকবালকে (২৩) গ্রেপ্তার করা হয়। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি রাথাবাড়ীর সবুজ আহমেদের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d