তাদের টার্গেট ডুপ্লেক্স বাড়ি, পালাতেন ভারতে
আবারও টার্গেট ডুপ্লেক্স বাড়ি। এবার আশুলিয়ায়। ডাকাত চক্রটি যতোটা দুর্ধর্ষ ততটাই প্রযুক্তিগতভাবে দক্ষ। তাদের মোবাইলে থাকে না সিম কার্ড। ব্যবহার করে পকেট রাউটার। ডাকাতির পরই তারা পাড়ি জমায় ভারতে। আশুলিয়ার একাধিক বাড়িতে ডাকাতির পর চক্রটির ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আশুলিয়ার একটি ডুপ্লেক্স বাড়িতে গেলো বছরের নভেম্বরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় সিসি ক্যামেরায় ধরা পড়ে চার ডাকাত। সূত্র বলতে এটুকুই। সেই সূত্র বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত চক্রটিকে শনাক্ত করে পুলিশ। শুরু হয় অভিযান। একে একে গ্রেপ্তার করা হয় ছয় জনকে। উদ্ধার করা গুলিভর্তি বিদেশি পিস্তল।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। দলটি ডাকাতির সময় তাদের সঙ্গে থাকা মোবাইলে কোনো সিম ব্যবহার করে না। ব্যবহার করে পকেট রাউটার।
এসপি মো. আসাদুজ্জামান বলেন, ডাকাতির সময় নিজেদের লুকানোর জন্য ডাকাত সদস্যরা মুখে মাস্ক ব্যবহার করেন। তারা মোবাইলে কোনো ধরনের সিম ব্যবহার না করে- পকেট রাউটার ব্যবহার করে। অনেক সময় শরীরে অতিরিক্ত কাপড়চোপড় লাগিয়ে শরীরের কাঠামোও পরিবর্তন করতো তারা।
ডাকাতির আগেই চক্রটির সদস্যরা তাদের টার্গেট করা ডুপ্লেক্স বাড়ি মোটরসাইকেল বা সিএনজিতে রেকি করতো।
অভিযোগ রয়েছে, ডাকাত সর্দার কামাল গাজী বর্তমানে কারাগারে বসেই টাকার ভাগ পান।
বড় কোনো ডাকাতির ঘটনা ঘটানোর পর তাদের কেউ কেউ ভারতে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার দেশে ফিরে এসে নতুন ঘটনা ঘটায়।