থানচিতে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ
বান্দরানের থানছিতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো তিন্দু ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিশচন্দ্র পাড়ার বাসিন্দা মুতিজন ত্রিপুরার চতুর্থ শ্রেণির ছাত্রী শান্তিরানী ত্রিপুরা (৯) ও একই পাড়ার বাসিন্দা নিলাপ্রু ত্রিপুরার তৃতীয় শ্রেণির ছাত্রী ফুলবানী ত্রিপুরা(৮)।
সোমবার (০১ জুলাই) দুপুরে উপজেলার তিন্দু ইউনিয়নের পদ্মঝিরিমুখ এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই শিক্ষার্থীকে এখনো উদ্ধার করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে তিন্দু হরিশচন্দ্র পাড়া থেকে অন্যান্য লোকজনের সাথে দুই শিক্ষার্থী থানছি বাজারে আসছিলো। নৌকাটি পদ্মঝিরিমুখের চিংড়ি ঝিরি এলাকায় পৌঁছালে প্রবল স্রোতে ডুবে যায়। এসময় অন্য যাত্রীরা সাতাঁর কেটে প্রাণে রক্ষা পেলেও দুই শিশু শিক্ষার্থী স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের পায়নি।
তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। পদ্মঝিরি এলাকায় তীব্র স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়।