খেলা

দক্ষিণ আফ্রিকাকে ২৭১ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

বড় স্কোরের লক্ষ্যেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো পাকিস্তান। তবে সে প্রত্যাশা পূরণ হয়নি বাবর আজমদের। তাবরাইজ শামসির ঘূর্ণি আর মার্কো ইয়ানসেনের পেসে ২৭০ রানেই থামতে হলো পাকিস্তানকে।

শুক্রবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাট করে ৪৬ ওভার ৪ বলে ২৭০ রানে অলআউট হয় পাকিস্তান।

শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দুই ওপেনার ইনিংস বড় করতে পারেন নি। দলীয় ৩৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন ওপেনার আব্দুল্লাহ শফিক এবং ইমাম উল হক। ১৭ বলে ৯ রান করেন শফিক। অন্যদিকে ইমাম খেলেন ১৮ বলে ১২ রানের ইনিংস।

এরপর দলের ত্রাতা হয়ে আসেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। দু’জন মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ব্যাট হাতে দুজনেই ছিলেন বেশ সাবলীল। তৃতীয় উইকেটে রিজওয়ান এবং বাবর মিলে যোগ করেন ৪৮ রান। ২৭ বলে ৩১ রানের ইনিংস খেলে দলীয় ৮৬ রানের মাথায় বিদায় নেন রিজওয়ান।

রিজওয়ান ফিরলেও ক্রিজে অটল ছিলেন বাবর। এক প্রান্তে আগলে রেখে দারুণভাবে খেলে যাচ্ছিলেন তিনি। মাঝে ইফতিখার নেমে ৩১ বলে ২১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান। তবে বাবরকে থামানো যাচ্ছিল না। কার্যকরী ব্যাটিংয়ে দারুণ এক ফিফটি তুলে নেন তিনি।

তবে ফিফটির পরেই থেমেছেন বাবর। ৬৫ বলে ৫০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান পাকিস্তানের অধিনায়ক। দলের রান তখন ১৪১। বাবরের আউটের পর দলের ইনিংসকে টেনেছেন শাদাব খান এবং সাউদ শাকিল। দুজনে দ্রুতই ক্রিজে জমে যান। এরপর চালিয়েছেন দায়িত্বশীল ব্যাটিং। পরিস্থিতির দাবি মেনে তাদের কার্যকরী ব্যাটিংয়ে একটু একটু করে আগাতে থাকে পাকিস্তানের ইনিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d