দখলদার হটিয়ে চসিকের কব্জায় শতাধিক জায়গা
নগরের মুনসুরাবাদ ও সাগরিক রোডে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ অক্টোবর) এ অভিযান পরিচালিত হয়। এসময় করপোরেশনের জায়গা অবৈধ দখল মুক্ত করা হয়। এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের চসিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ রেজাউল করিম।
অভিযানে মুনসুরাবাদ হযরত মুনসুর আলী শাহ মাজার সংলগ্ন সিটি করপোরেশনের জায়গা অবৈধ দখল মুক্ত করা হয়। এছাড়াও সাগরিকা স্টেডিয়াম মোড়, কাস্টম একাডেমি ও সাগরিকা রাস্তার মোড় পর্যন্ত ফুটপাতের উপর শতাধিক অবৈধ স্থাপনাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদনহীন স্ল্যাব ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। একইসঙ্গে ওই এলাকার ব্যবসায়ীদের আগামী তিন দিনের মধ্যে সিটি করপোরেশনের অনুমোদন নিয়ে স্ল্যাব স্থাপনের নির্দেশনা দেওয়া হয়।