দিনমজুরের হাজার টাকায়ও চোখ তাদের
ভোরে খাত খেতে বেরিয়েছিলেন এক দিনমজুর। পকেটে এক হাজার টাকা আর সঙ্গে বাইসাইকেল। এটুকুই সম্বল ওই দিনমজুরের। অল্প কিছুদূর যেতেই তাকে ঘিরে ধরে অস্ত্রের ভয় দেখিয়ে সব ছিনতাই করে পালায় ছিনতাইকারীরা।
মঙ্গলবার (২৫ জুন) ভোর ৬টার দিকে নগরের বায়েজিদ থানার বার্মা কলোনি এলাকায় এ ঘটনা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার (২৬ জুন) দুপুরে জানিয়েছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।
গ্রেপ্তার দুজন হলেন বায়েজিদ থানার বার্মা কলোনির বাবুলের ছেলে মো. সাজ্জাদ হোসেন টিংকু (২৪) এবং কুমিল্লা জেলার মুরাদনগর থানার যাত্রাপুর মির্জা বাড়ির ফজলুল আহম্মেদের ছেলে কাউছার আহাম্মেদ (২১)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই যাওয়া টাকা বাইসাইকেলও।
ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, ওই দিনমজুরের অভিযোগের ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাজ্জাদ হোসেন টিংকুর বিরুদ্ধে বায়েজিদ ও পাঁচলাইশ থানায় মোট ৬টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।