দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, কৃষি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাদের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। এজন্য সবাই মিলে কাজ করতে হবে।
শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, দেশের মানুষকে বেশি করে ফসল ফলানোর জন্য উৎসাহ দিতে হবে। পতিত জমি বা ফসলহীন জমি চাষের আওতায় আনতে হবে। আমরা কৃষকদের আরো কাছে যাবো। তাদের সমস্যা অগ্রাধিকার দিয়ে ঠিক করবো।
তিনি আরো বলেন, উৎপাদন বাড়ানোর জন্য আগাম পরিকল্পনা নিতে হবে। খাদ্যপণ্যের মজুত না থাকলে বাইরে থেকে কিনে দাম নিয়ন্ত্রণ করা যাবে না। শিগগিরই সংশিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে উৎপাদন বৃদ্ধির জন্য অগ্রাধিকার নির্ধারণ করবো।
ড. মো. আব্দুস শহীদ বলেন, পৃথিবীর যেখানেই যাই, মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে। বিশ্ব দরবারে বাংলাদেশ আজ যে সম্মানের জায়গায় উন্নীত হয়েছে তার মূল কারিগর হলেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাজিয়া শিরিন, যুগ্ম সচিব কে এম কামরুজ্জামান সেলিম, মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. ইমরান হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একেএম নাজিব উল্লাহ, আলী আজম শিবলী প্রমুখ।