দেড়ঘণ্টার অফিস যাত্রা এখন ১০ মিনিটে
ঢাকা: পুরান ঢাকার টিকাটুলির এ বাসিন্দা রাজধানীর শেওড়াপাড়ায় একটি বেসরকারি অফিসে কাজ করেন ফজল কবীর।প্রতিদিন সেখানে অফিস করতে যান যানজট ঠেলে।তার রোজকার এ ভোগান্তির অবসান ঘটেছে রোববার (৫ নভেম্বর)। দেড়ঘণ্টার যাত্রায় এদিন তার লেগেছে মাত্র ১০ মিনিট।
ভাড়ার বিষয়ে তিনি বলেন, ‘রিকশা আর বাস মিলিয়ে ৬০ টাকা লাগতো। এখন বাসা থেকে এক কিলোমিটার হেঁটে এসে মেট্রোরেলে উঠলাম।ভাড়া লেগেছে ৫০ টাকা। ’
গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছিল। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় অংশে চলাচল গতকাল শনিবার (৪ নভেম্বর) উদ্বোধন হয়। আর আজ শুরু হলো সর্বসাধারণের চলাচল।
চলাচল শুরুর প্রথম দিনে ফার্মগেট, আগারগাঁও ও মিরপুর থেকে যে ট্রেনগুলো মতিঝিলে গিয়েছে, সেসব ট্রেনে ছিল উপচেপড়া ভিড়। বিশেষ করে মতিঝিল অফিসপাড়ার কর্মীদের বেশিরভাগ এদিন যাতায়াত করেছেন মেট্রোরেলেই।
গত কয়েক বছরে ঢাকা প্রসারিত হয়েছে দুইদিকেই। দূরত্ব বেড়েছে, সেইসঙ্গে বেড়েছে যানজট। এক গবেষণায় দেখা গেছে, ঢাকার একজন যাত্রী দুই ঘণ্টার মধ্যে ৪৬ মিনিট যানজটে সময় পার করেন। তাই মেট্রোযাত্রা যেন স্বস্তি এনে দিয়েছে নগরবাসীর মধ্যে। বিশেষ করে উত্তরা থেকে মতিঝিল রুটে যাতায়াতকারীদের মধ্যে।
কাজের জন্যই মেট্রোরেলে ভ্রমণ করছেন এমন যাত্রী ছাড়াও দেখা গেল শুধু দেখা ও অভিজ্ঞতা নিতে আসা যাত্রীকেও। এমনই একজন টিকাটুলির মো. সিদ্দিকুজ্জামান। তার সঙ্গে আরও একজন এসেছেন।ফার্মগেট স্টেশনে সিদ্দিকুজ্জামান জানান, তারা দুইজন পুরান ঢাকা থেকে শুধু ঘুরতে এসেছেন মেট্রোরেলে।
এদিকে ঢাকায় আজ রোববার শুরু হয়েছে বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধে। অবরোধের কারণে গণপরিবহন চলাচল সীমিত থাকায়ও বাড়তি চাপ দেখা গেছে মেট্রোরেলে।