দেশে ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু, হাসপাতালে ১৮৫২
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ২৮৪ জন। এসময়ে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৮৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২৩ অক্টোবর) সকাল আটটা থেকে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল আটটা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৮৫২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪২৭ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৪২৫ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট সাত হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে দুই হাজার ১০৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে পাঁচ হাজার ৪৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।