খেলা

নতুন মাইলফলকের সামনে তাসকিন

শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২ উইকেট পেলেই ওয়ানডে’তে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তাসকিন আহমেদ। বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে উচ্চতার শিখরে পৌঁছাতে যাচ্ছেন এই পেসার।

২০১৪ সালে, মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাসকিনের। ওই ম্যাচেই ৮ ওভারে ২৮ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। যা, ভারতের জন্য ছিলো বড় চমক। সেই তাসকিনই এখন বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসা।

ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৯৮টি। ৭১ ওডিআই ম্যাচে ৫ দশমিক ৪৩ ইকোনমি রেটে করেছেন উইকেট শিকার। আর, মাত্র ২ উইকেট পেলেই বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে সেঞ্চুরি হাঁকাবেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচ। সব ঠিক থাকলে আজই ওয়ানডেতে উইকেট শিকারের মাইলফলক ছোঁবেন তাসকিন।

সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী লঙ্কানদের বিপক্ষে ৬০ রানে ৩ উইকেট নিয়েছিলেন তাসকিন। পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে, দ্বিতীয় ম্যাচেই ১০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে চান বাংলাদেশি পেস সেনসেশন।

সবমিলিয়ে, বাংলাদেশের ৭ বোলার ওয়ানডের উচ্চতা স্পর্শ করেছেন। ওডিআইতে সর্বোচ্চ উইকেট সাকিব আল হাসানের দখলে, ৩১৭টি। পরের অবস্থানেই ২৬৯ উইকেট নিয়ে মাশরাফী বিন মোর্ত্তজা। আব্দুর রাজ্জাকের ঝুঁলিতে ২০৭, মোস্তাফিজুর রহমানের ১৬২, রুবেল হোসেনের ১২৯, মোহাম্মদ রফিকের ১১৯, এবং মেহেদী হাসান মিরাজের ১০৩ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d