নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম ৬নং ওয়ার্ডের ৬ নম্বর রাবার প্লট নামক স্থানে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
গুলিবিদ্ধ যুবকের নাম শহিদুল ইসলাম প্রকাশ শহিদুল্লাহ (২৮)। সে উপজেলার বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড করলিয়া মুরা গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাবার বাগানের শ্রমিকেরা রবিবার (২২ অক্টোবর) ভোরে রাবারের কস সংগ্রহ করতে যাওয়ার সময় লাশ দেখতে পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ পরিদর্শক টান্টু সাহাকে মোবাইল ফোনে জানালে তিনি বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাব ইনস্পেক্টর নুরুল্লাহ ভূইয়াকে ঘটনাস্থলে প্রেরণ করেন।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই নুরুল্লাহ ভূইয়া জানান তিনি ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহাল করেছেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তার শরীরের আঘাত ও দেশীয় তৈরী অস্ত্রের গুলির চিহ্ন রয়েছে। তবে মেডিকেল রিপোর্টে সব কিছু জানা যাবে বলে তদন্ত কর্মকর্তা জানান।
নিহত যুবকের চাচা শাহাবুদ্দিন জানান, রাত ৯ টায় পর্যন্ত সে এলাকাতে ছিল। হয়ত গভীর রাতে তাকে পাহাড়ে নিয়ে হত্যা করা হয়েছে।