কক্সবাজার

নাফ নদে মিয়ানমারের যুদ্ধজাহাজ

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর প্রচণ্ড গোলাগুলির শব্দে কাঁপছে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের সীমান্তবর্তী এলাকা। এর মধ্যে নাফ নদে মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখায় সীমান্ত পারের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত নাফ নদের ওপারে মিয়ানমারে ভেতরে বিরতিহীনভাবে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। থেমে থেমে চলছে গোলাগুলি। তীব্র গোলাগুলির বিকট শব্দে আতঙ্ক চড়িয়ে পড়েছে টেকনাফের শাহপরীর দ্বীপের মানুষদের মধ্যে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার বিকেলে শাহপরীর দ্বীপের অপরদিকে মিয়ানমারের একটি যুদ্ধজাহাজ আসে। তারপর শুরু হয় প্রচণ্ড বিস্ফোরণ ও গোলাগুলি।

প্রথমে রাত ৯টার দিকে ওপার থেকে বিকট বিস্ফোরণের আওয়াজ আসতে শুরু করে। টানা কয়েকঘণ্টা ধরে তা চলে। এরপর কিছুটা থেমে থেমে রাতভরই গোলাগুলি ও ভারী বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

এরপর ভোর চারটার দিকে শুরু হয় টানা বিস্ফোরণ ও গোলাগুলি। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এপারের বাসিন্দাদের।

এদিন সকালেও মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখা গেছে। অবস্থান ছিলো, টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে। যুদ্ধজাহাজটি থেকে এদিনও মিয়ানমারের স্থলভাগে ভারী গোলা বর্ষণ করা হয়েছে।

এদিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত নাফ নদের ৫৪ কিলোমিটার পর্যন্ত বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা টহল বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d