নামি প্রতিষ্ঠানের পণ্য তৈরি হয় বেনামি কারখানায়!
চট্টগ্রামের সাতকানিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের অপরাধে এক কারখানা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলার ছদাহা ইউনিয়নের দস্তিদারহাট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
দণ্ডিত ব্যক্তি হলেন কবির হোসেন (৩৮)। তিনি বাহ্মণবাড়িয়ার নবীনগরের শামসুল হকের ছেলে। বেনামি কারখানা গড়ে তুলে নামিদামি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে এসব পণ্য বাজারজাত করছিলেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার ভ‚মি আরাফাত সিদ্দিকী বলেন, কোন ধরনের অনুমোদন ছাড়া এসব পণ্য তৈরি হচ্ছিল কারখানাটিতে। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে পণ্য তৈরি করছিলেন তারা।