নিপুণের কোলে কার নবজাতক?
শিল্পী সমিতির নির্বাচন থেকে বেশ আলোচনায় রয়েছেন নিপুণ আক্তার। নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ডিপজলে সাধারণ সম্পাদকের পদ নিয়ে হাইকোর্টে রিট করতে দেখা গেছে তাকে। হাইকোর্ট থেকেও তদন্তের নির্দেশ দিয়েছেন। যদিও নিপুণ দেশে নেই। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন।
তবে চট্টলার বার্তার হাতে এসেছে একটি ছবি, যেখানে নবজাতক কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন নিপুণ আক্তার। সেখানে প্রশ্ন আসতেই পারে___নিপুণের কোলে কার নবজাতক; বাবা কে?
হয়তো এমন ছবি দেখে অনেকের মাঝে আতংক বিরাজ করতে পারে। তবে ভয়ের কোন কারণ নাই। আসছে ২৪ মে মুক্তি পেতে যাচ্ছে শফিকুল আলম পরিচালিত সিনেমা ‘সুস্বাগতম’। বনবীথি মুভিজ প্রযোজিত এ সিনেমায় দ্বিতীয়বারের মত জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব ও অর্চিতা স্পর্শিয়া। তাতেই মায়ের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। বাবা হিসেবে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।
সিনেমাটি নিয়ে চিত্রনায়ক নিরব বলেন, ‘সুস্বাগতম’ সিনেমায় আমাকে দুটি বয়সের চরিত্রে দেখা যাবে। যুবক বয়সের লুকের প্রয়োজনে চুল ও দাড়ি কাটতে হয়েছে। অভিনয়ই আমার কাছে সব। চরিত্র হয়ে ওঠার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত আমি। আশা করছি পর্দায় সিনেমাটি দর্শক উপভোগ করবেন।
সিনেমাটি প্রেমের গল্প থাকলেও একজন নারী বিমানের পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরে ছবির গল্প সাজানো হয়েছে। যে গল্প শহর ও গ্রামকে কেন্দ্র করে উঠে এসেছে। সেই নারী পাইলটের চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা স্পর্শিয়াকে।
অর্চিতা স্পর্শিয়া সিনেমাটি বলেন, নিরবের সঙ্গে এর আগে একটি সিনেমায় কাজ করেছি, আমাদের দুজনের কাজের অভিজ্ঞতাও চমৎকার। তাই ‘সুস্বাগতম’ এ আমাদের কাজটা করতে সহজ হয়েছে। তা ছাড়া পরিচালক কাজটি খুব যত্ন নিয়ে করেছেন। আমি আশাবাদী।
নিপুণ আক্তার আগামী ২৬ তারিখ দেশে ফেরার কথা রয়েছে। আসার পর এই সিনেমার প্রচারণার যুক্ত হবার কথা আছে বলে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক।
উল্লেখ্য, ‘সুস্বাগতম’ সিনেমার পরিচালক সফিকুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার পদে যোগ দেন এবং উইং কমান্ডার হিসেবে অবসরপ্রাপ্ত হোন। পাশাপাশি লেখালেখিতে মনযোগী এই নির্মাতার ছয়টি বই প্রকাশ হয়েছে।