নির্বাচনী প্রচারণায় ফেরদৌস, সেলফিতেই আগ্রহী ভোটার
ঢাকা-১০ আসনের ১৮ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। প্রচারণার সময় ভোটার ও উপস্থিত জনতাকে নায়কের সঙ্গে ছবি তুলতেই বেশি আগ্রহী দেখা গেছে।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ৩টা ৪৫ মিনিটের দিকে বিজিবি তিন নম্বর গেট সংলগ্ন স্বর্ণপট্টি থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এর মধ্য দিয়ে ফেরদৌস আহমেদের ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ) এলাকায় আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলো।
সরেজমিন দেখা যায়, প্রচারণার শুরুতেই তিনি হ্যান্ডবিল স্থানীয় জনগণ, দোকানি, রিকশাচালক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে বিতরণ করেন। এরপর তিনি কলোনির অলিগলিতে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের এ চিত্রনায়ককে সামনে পেয়ে ভোটার থেকে শুরু করে উপস্থিত মানুষজন সেলফি ও ছবি তুলতে ভিড় করছেন।
দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলামের কাছ থেকে নৌকা প্রতীক সংগ্রহ করেন ফেরদৌস। পরে সাংবাদিকদের তিনি বলেন, জনগণের প্রতি কমিটমেন্টের অংশ হিসেবে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের যত ধরনের পদক্ষেপ নেওয়া যায় তার সবটুকু নেব।
ফেরদৌস বলেন, আমি সবসময় অন্য প্রতীকের প্রার্থীদের সম্মান করি। পুরো নির্বাচনে আমি তাদের প্রতি সম্মান রেখে ক্যাম্পেইন করব।