পটিয়ায় জনগণের তোপের মুখে স্বতন্ত্র প্রার্থী সামশুল
চট্টগ্রাম: পটিয়া উপজেলা দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে স্থানীয় জনতা ও নৌকা প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থকদের তোপের মুখে পড়ে নির্বাচনী প্রচারণা চালাতে পারেননি স্বতন্ত্র ঈগল প্রার্থী সামশুল হক চৌধুরী।
পটিয়ার দক্ষিণ ভূর্ষি সবুজসঙ্গ দুর্গাবাড়ি এলাকায় নৌকার সমর্থকদের পূর্ব নিধারিত কর্মসূচি চলছিল। এ সময় সেখানে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী দলবল নিয়ে উপস্থিত হন। ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি স্লোগান চলতে থাকে। উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও মারমুখী অবস্থার সৃষ্টি হলে পুলিশ এসে উত্তেজনা থামিয়ে দেয়।
এ ব্যাপারে দক্ষিণ ভূর্ষি ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাহাবুর আলম মেম্বার জানান, দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে নৌকা প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী গণসংযোগ ও প্রচারণা চলছিল। এমন সময় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী বহিরাগত লোকজন নিয়ে গাড়িবহরে আমাদের প্রচারণায় বাধা সৃষ্টি করে। এ সময় তাদের স্থানীয় জন সাধারণ প্রতিরোধের চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ব্যাপারে পটিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত) মো: সোলাইমান নিকট জানতে চাইলে তার মোবাইর ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।