চট্টগ্রামপটিয়া

পটিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোাগতায় পৌরসদরের আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০টায় খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে তারা আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

দুর্নীতি দমন কমিশন, চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এ প্রতিযোগিতার আয়োজন করে। ফাইনালে ‘রাজনৈতিক সদিচ্ছাই পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে’বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পটিয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি সৈয়দ খুরশিদ আলম এর সভাপতিত্বে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। দুপ্রক পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সচেতন নাগরিক কমিটির (সনাক) পটিয়ার সভাপতি অ্যাডভোকেট কবি শেখর নাথ পিন্টু, খলিলুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব। এ সময় উপস্থিত ছিলেন দুপ্রক পটিয়া উপজেলা সহ সভাপতি আবুল খায়ের, সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিউদ্দিন, রোকেয়া আকতার, সাংবাদিক শফিউল আজম। পরে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দল এবং সেরা বিতার্কিকের হাতে ক্রেস্ট ও পদক তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d