আন্তর্জাতিক

পশ্চিম তীরে ৬ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনের পশ্চিম তীরে কমপক্ষে ছয়জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর আগে রামাল্লায় চার ফিলিস্তিনি এবং গত শুক্রবার জেনিনে আরও তিনজনকে হত্যা করে দখলদার ইসরায়েল। খবর আল জাজিরার।

আট মাসেরও বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চলছে। এ সময়ে ইসরায়েল এই অঞ্চলে আক্রমণ জোরদার করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ১৩৩ শিশুসহ ৫৪৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। একই সময়ে হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়।

ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বিশেষ বাহিনীর একটি ইউনিট মঙ্গলবার জেনিনের ওই গ্রামে প্রবেশ করে এবং একটি বাড়ি ঘেরাও করে।

নিহত ছয়জনের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের মধ্যে একজন আহমাদ স্মৌদি। তিনি ১২ বছর বয়সী এক শিশুর ভাই, যে ২০২২ সালে জেনিনে ইসরায়েলি বাহিনীর হাতে মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছিল।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের জেনিন ব্যাটালিয়ন মঙ্গলবার জানায়, তারা কাফর দানে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে ‘তীব্র’ লড়াইয়ে যুক্ত রয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ওই গ্রামে ‘সন্ত্রাস-বিরোধী’ অভিযান চালিয়েছে এবং চারজন সশস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে। সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা হামলার সময় আক্রমণকারী হেলিকপ্টার ব্যবহার করেছে এবং তাদের পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইসরায়েলি বাহিনী এর আগে গত সোমবার রামাল্লার পশ্চিমে চার ফিলিস্তিনি এবং গত শুক্রবার জেনিনে আরও তিনজনকে হত্যা করেছিল। মূলত ইসরায়েলি সামরিক বাহিনী গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে পশ্চিম তীরে ভয়াবহ অভিযান চালাচ্ছে। তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের এই অভিযানের প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d