চট্টগ্রামশিক্ষা

পাঠ্যশিক্ষার পাশাপাশি জীবনের শিক্ষায় নতুন প্রজন্মকে শিক্ষিত হতে হবে

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পাঠ্যশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠা যেমন গুরুত্বপূর্ণ তেমনি প্রজন্ম সমাজকে জীবনের শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে। এখন অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায়, তারা মা বাবার উপদেশ আদেশ মেনে চলতে চায় না।

মা বাবার স্বল্পশিক্ষিত বলে মা-বাবার চাইতে নিজেদেরকে বেশি শিক্ষিত মনে করে বসে। তারা মনে করে আমাদের পিতামাতা তেমন লেখাপড়া করতে পারেনি।

বর্তমান দিনকাল অনেক উন্নত। বর্তমান প্রযুক্তি অনেক উন্নত। আমরা উন্নত শিক্ষায় এখন শিক্ষিত। কিন্তু তাদেরকে এই বিষয়টি অনুধাবন করতে হবে যে, মা বাবা হয়ত পাঠ্য বা প্রাযুক্তিক শিক্ষায় হয়ত স্বল্প শিক্ষিত। তবে জীবনের শিক্ষায় মা-বাবা আমাদের কাছ থেকে অনেক শিক্ষিত। এই জীবনের চলার পথ কুসুমাস্তীর্ণ নয়। চরম কণ্টকাকীর্ণ বন্ধুর এই পথে চলতে হলে মা-বাবার আদেশ উপদেশই আমাদের একমাত্র সঙ্গী।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফতেয়াবাদ বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক রেজিস্ট্রার ও ফতেয়াবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি নিউরোসার্জন অধ্যাপক ডা. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর গাজী শফিউল আজিম, হাটহাজারী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, সাবেক কাউন্সিলর জাফর আলম চৌধুরী, ফতেয়াবাদ গাউছিয়া তৈয়বিয়া দাখিল মাদ্রাসার সভাপতি কাজী এনামুল হক, হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাইনুদ্দিন মজুমদার, ফতেয়াবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মো. আলী নাসের চৌধুরী, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম মোরশেদুল আলম চৌধুরী, ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্যদ সদস্য মো. আলী ফ্রাুক চৌধূরী, মো. লোকমান হাকিম, মো. জানে আলম চৌধুরী জিসান, মো. এমরান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d