বিনোদন

‘পারো’ নিয়ে মঞ্চে আসছেন বন্যা মির্জা

আজ একই সন্ধ্যায় মঞ্চায়ন হবে নতুন দু্ই নাটক। এগুলো হলে ‘পারো’ ও ‘উনপুরুষ’। প্রথমটি দেশ নাটকের ২৫তম প্রযোজনা। রচনা ও নির্দেশনায় মাসুম রেজা। অভিনয়ে থাকছেন বন্যা মির্জা। এটি একক নাটক।

অপর নাটকটি মঞ্চে তুলছে নতুন নৃত্য ও নাট্যদল নবরস। অপু মেহেদীর রচনা ও সৈয়দা শামছি আরা সায়েকার নির্দেশনায় ‘উনপুরুষ’ দিয়ে নাট্যযাত্রা শুরু করতে যাচ্ছে দলটি।

দুটি নাটকই মঞ্চে উঠছে পরপর দু’দিন ২৩ ও ২৪ জানুয়ারি। এর মধ্যে ‘উনপুরুষ’ রাজধানীর নাটক সরণির [বেইলি রোড] মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রদর্শিত হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। অন্যদিকে ‘পারো’ মঞ্চায়িত হবে সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও হলে। একই সূচিতে চলবে পরদিনও।

২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় নবরস নৃত্য ও নাট্যদল। প্রতিষ্ঠার পর বেশ সময় নিয়েই দলটি মঞ্চে আনছে তাদের প্রথম প্রযোজনা ‘উনপুরুষ’। এটি একজন আত্মনির্ণয় বিপন্ন মানুষের গল্প বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে ‘পারো’ দিয়ে লম্বা বিরতির পর মঞ্চে উঠছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী অভিনেত্রী বন্যা মির্জা। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি মূলত একটি মেয়ের গল্প; যেখানে কেবল একটি চরিত্র। এ ভূমিকায় আমিই অভিনয় করছি। মাত্র ২০ দিনের প্রস্তুতিতে নাটকটি মঞ্চে আনার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তাই টানা অনুশীলন করতে হচ্ছে।’

নির্দেশক মাসুম রেজা বলেন, ‘পুরোদমে প্রস্তুতি নিয়েছি আমরা। গল্পটা পারোমিতা নামে এক নারীকে ঘিরে। এ চরিত্রে বন্যা মির্জা ও সুষমা সরকার অভিনয় করবেন। প্রথম দুটি শোতে বন্যা, পরের দুটি শোতে সুষমা। আশা করছি ভালো কিছুই হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d