পার্বত্য চট্টগ্রাম

পাহাড়ের প্রথম ম্রো নারী চিকিৎসক সংচাং

একটা সময় পাহাড়ের ম্রো আদিবাসীদের বলা হয়ে থাকতো সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। সময়ের পরিক্রমায় ম্রোদের মধ্যে এখন অনেকে অনেক দূর এগিয়েছেন। তেমনি দুর্গম এই প্রান্তিক জনপদ থেকে উঠে আসা প্রথম ম্রো আদিবাসীদের মধ্যে নারী ডাক্তার হলেন সংচাং ম্রো।

শুরুর পথটা এতোটা সহজ ছিলো না কখনো তার। মায়ের দীর্ঘদিনের অসুস্থতা ও বোনের চিকিৎসার অভাবে মারা যাওয়ার কারণে তার বাবা কাইংপ্রে ম্রো তার সন্তানদের মধ্যে একজনকে চিকিৎসক বানাবেন বলে মন স্থির করেন। শৈশবে বোনের বিনা চিকিৎসার মারা যাওয়ার কারণে চিকিৎসক হওয়ার ইচ্ছে জাগে তার। বাবার দীর্ঘ প্রচেষ্টায় সংচাং ম্রো’য়ের অধ্যাবসায়ের কারণে প্রান্তিক এলাকা থেকে প্রথম ম্রোদের মধ্যে নারী ডাক্তার হিসেবে উঠে আসেন। সংচাং ম্রো রাঙামাটি মেডিকেল কলেজে ১৭-১৮ সেশনে ৪র্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে ডাক্তারি শেষ করে তিনি উক্ত মেডিকেল কলেজে ইন্টার্নী করছেন।

ডাঃ সংচাং ম্রো’য়ের বাড়ি বান্দরবানের আলীকদম উপজেলায় সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পাইয়া কারবারি পাড়ার কাইংপ্রে ম্রো ও তুমলেং ম্রো এর সন্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d