জাতীয়

পুনঃতফসিল হচ্ছে না: ইসি সচিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনঃতফসিল হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৫ টায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

জাহাংগীর বলেন, আজ (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে শেষ হয়েছে। মনোনয়নপত্র জমার সময় আর বাড়ানো হচ্ছে না। নির্বাচন কমিশন মনে করে, এ সময়সীমা বাড়ানোর আর কোনও সুযোগ নেই। আর কতগুলো দল এবং কত জন মনোনয়ন জমা দিয়েছেন তা শুক্রবার (১ ডিসেম্বর) জানা যাবে।

মনোনয়নপত্র জমাদান পর্ব শেষে এদিন বিকাল ৫টায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে বিকেল ৩টায় সিইসি কাজী হাবিবুল আউয়াল অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বসেন। বিকালে জনপ্রশাসন সচিব, সকালে জননিরাপত্তা বিভাগ সচিব, আইজিপির সঙ্গে ইসির বৈঠক হয়।

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৫ নভেম্বর দেয়া ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৩০টির মতো দল নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d