বেশি দামে পেঁয়াজ বিক্রি, আনোয়ারায় ১২ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের আনোয়ারায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৬ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে পেঁয়াজ ১২০ টাকা বেশি দামে বিক্রি করায় ওই জরিমানা করা হয়।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাতরী চৌমহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন।
সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল করতে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সরকারের ধার্যকৃত মূল্যে পেঁয়াজ বিক্রি করছে না দোকানিরা।
এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও পেঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৬ ব্যবসায়ীকে ওই জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন বলেন, অভিযানে সরকার ধার্যকৃত মূল্যের চেয়ে পেঁয়াজ অধিক দামে ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৬ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।