রাজনীতি

পৌর মেয়রকে পদত্যাগের আল্টিমেটাম বাঘাইছড়ি বিএনপির

রাঙামাটির বাঘাইছড়ি পৌরমেয়রকে ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে চৌমুহনী শাপলা চত্বর মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। এর আগে শাপলা চত্বর থেকে একটি মিছিলটি বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে সমাবেশ করে।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘাইছড়ি উপজেলা শাখার সহ-সংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবু জাহেদ, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন, কৃষক দল পৌর কমিটির সাধারণ সম্পাদক সবুজ মিয়া, তাঁতীদলের আহ্বায়ক নূর কবির প্রমুখ।

এসময় বক্তারা বলেন, অবৈধ ও ভোট চুরির নির্বাচনের মাধ্যমে বাঘাইছড়ি পৌরসভার মেয়র হয়েছেন মো. জমির হোসেন। তার এই পতে থাকার কোনো অধিকার নাই। তিনি নির্বাচিত হয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন করেছেন। শুধু তাই নয় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে রাতারাতি অবৈধ টাকার পাহাড় গড়ে তুলেছেন।

বক্তারা আরও বলেন, ‘আওয়ামী লীগের ব্যানারে নির্বাচিত জনপ্রতিনিধিরা কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। তাই বাঘাইছড়ি পৌর মেয়রকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ সময় সীমা বেঁধে দিলাম। এ সময়ের মধ্যে যদি তিনি পদত্যাগ না করে, কঠোর কর্মসূচির পাশাপাশি বাঘাইছগি পৌরসভার অবস্থা গণভবনের মতো করবে স্থানীয় জনতা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d