‘প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনযাপনে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে‘
ঊষা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে নগরীর লেডিস ক্লাব মিলনায়তনে প্রতিবন্ধীদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৭ মার্চ) এ উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের সভানেত্রী শাহানা আক্তার শিলার সভাপতি অনুষ্ঠিত হয়। সভাটি যৌথভাবে পরিচালনা করেন ঊষা নারী উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার পিযুষ দাশগুপ্ত ও ডিডিআরসির সমন্বয়কারী নুরুন্নাহার।
এ সময় সম্মানীয় অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ ফরিদুল আলম, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ওয়াহিদ হাসান, বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আরমিনা হক পুস্পা, উন্নয়নকর্মী মাহবুব উল আলম, কান্তা ইসলাম মিনু ও আফরোজা আক্তার রিতু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্বাভাবিক জীবন ধারনে প্রতিবন্ধীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষার বিষয়ে আমাদের কাজ করতে হবে।প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়ন এবং অনুসরণে সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। প্রতিবন্ধীদের মাঝে যারা সামর্থ্য ও যোগ্য তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।’
শেষে প্রতিবন্ধীদের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, শার্ট-প্যান্ট ও সেলোয়ার কামিজ বিতরণ করা হয়। সামগ্রিক আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালন করেন ডিজএ্যাবেল্ড ডেভেলভম্যান্ট এন্ড রিসার্স সেন্টার-ডিডিআরসি সংগঠন।